জিবিনিউজ 24 ডেস্ক//
ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নিঃসন্দেহের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধাপরাধী।
বাইডেন বলেন, বুচা শহরে বেসামরিক নাগরিকদের ওপর সংঘটিত নৃশংসতার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের বিচার’ অনুষ্ঠিত হতে পারে। পুতিনকে সেই বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসি ও আল-জাজিরার।
বুচায় গণহত্যার ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুতিনকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এই লোকটি নৃশংস।’ পুতিন একজন যুদ্ধাপরাধী।’
এ অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলছে, বুচায় নৃশংসতার ছবি ইউক্রেনের সাজানো। যদিও তাদের দাবির পক্ষে কোনো প্রকার তথ্য-প্রমাণ দিতে পারেনি মস্কো।
বাইডেন সাংবাদিকদের বলেন, বুচার গণহত্যা নিয়ে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পথ খুঁজছেন তিনি।
এর আগে গত শনিবার ইউক্রেন জানায়, রুশ বাহিনীর কাছ থেকে রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়ার পর আশপাশের এলাকায় পড়ে থাকা শত শত লাশ গণকবর দিয়েছে তারা। কিয়েভের নিকটবর্তী কমিউটার শহর বুচায় এ গণকবর দেওয়া হয়।
বুচার মেয়র আনাতোলি ফেডোরুক বার্তা সংস্থা এএফপিকে সেসময় বলেছিলেন, ‘আমরা ইতিমধ্যেই ২৮০ জনকে গণকবর দিয়েছি।’ তিনি বলেন, ব্যাপকভাবে বিধ্বস্ত হওয়া বুচার রাস্তা লাশে ছেয়ে গেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন