জিবিনিউজ 24 ডেস্ক//
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি পরিষদ থেকে অভিনেত্রী রোজিনা পদত্যাগ করায় চিত্রনায়ক রিয়াজকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) রিয়াজ আনুষ্ঠানিকভাবে শিল্পী সমিতির নিজ পদে দায়িত্ব গ্রহণ করেন। শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন তাকে শপথ পাঠ করান।
শপথ গ্রহণের পর শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রিয়াজকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন নিপুণসহ শিল্পী সমিতির সাইমন সাদিক, অঞ্জনা, অমিত হাসান, জেসমিন, জাদু আজাদ প্রমুখ।
কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১২ জন উপস্থিত ছিলাম আমরা। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়। একই মিটিংয়ে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে ওই পদে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হন রোজিনা। তবে সময় দিতে পারবেন না জানিয়ে তিনি ই-মেইলে পদত্যাগের আবেদন করেছিলেন ১০ ফেব্রুয়ারি। সেই আবেদনই গ্রহণ করেছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। আর রোজিনার আবেদনের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন