অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের মুক্তি দিন : এনডিপি


নানা মিথ্যা মামলাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতা-কর্মীসহ সাংবাদিকেদের নি:শর্ত মুক্তর দাবী জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ দাবী জানান।

তারা বলেন, ১৯৭৪ সালের 'বিশেষ ক্ষমতা আইন' এদেশের সরকার বিরোধী আন্দোলন ও কন্ঠ স্তব্দ করতে ব্যবহৃত হচ্ছে গত ৪৮ বছর যাবত। রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকলে এই আইন বাতিলে সোচ্চার হলেও ক্ষমতায় গেলে তা তারা ভুলে গিয়ে বিরোধী কন্ঠ স্তব্ধ করতে ব্যবহার করে থাকে।

নেতৃদ্বয় বলেন, ১৯৭৪ সালে এই নিমর্তনমূল আইন প্রনয়ন হলে দেশের ছাত্রসমাজ প্রতিবাদ করেছিল এবং গ্রেফতার হয়েছিল। যাদের মধ্যে তৎকালিন ছাত্রনেতা খোন্দকার গোলাম মোর্ত্তজা অন্যতম। সেই থেকে পদ্মা-মেঘনা-যমুনা  নদীর কত স্রোত বয়ে গেলেও ৪৮ বছরে তা বাতিল হয়নি। যখন যে সরকার ক্ষমতায় এসেছেন তারা তাদের ভোগের বস্তূ হিসাবে এই ক্ষমতা কে ব্যবহার করেছেন। সর্বশেষ এই আইনের অপব্যবহার হলো বিএনপি'র নেতা প্রকৌশলী ইশরাকের বিশেষ ক্ষমতা আইনে আটক।

তারা বলেন, সরকার বিরোধী কন্ঠরোধ করতে এই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার কোন ভালো লক্ষণ নয়। মানুষের অধিকার আদায়ের বাধা আসলে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই প্রতিরোধ যদি সরকারের বিপক্ষে যায় তাহলে এদেশের মানুষের করার কিছুই থাকবে না।

নেতৃদ্বয় বলেন, যারা আজ রাজনীতিতে কথা বলতে চাচ্ছেন না তাদের সবার প্রতি আহ্বান, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে প্রয়োজন এক সাথে কথা বরা। অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নাই। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন