জিবিনিউজ 24 ডেস্ক//
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে শুক্রবার (৮ এপ্রিল)। পোর্ট এলিজাবেথে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। অনলাইনে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে র্যাবিটহোলে।
প্রথম টেস্টে বাজেভাবে হারলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। ডারবার টেস্টে লজ্জাজনক হারের দুঃস্মৃতিকে পেছনে ফেলে পোর্ট এলিজাবেথে টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুনভাবে শুরু করতে চায় তারা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো টেস্ট জয়ের রেকর্ড নেই বাংলাদেশের, এমনকি কোনো ভেন্যুতেই প্রোটিয়াদের টেস্টে হারাতে পারেনি টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশ একাদশে দেখা যাবে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে, যিনি দীর্ঘ সময় পর টেস্ট খেলতে নামবেন। তামিম একাদশে ফিরলে জায়গা হারাতে পারেন সাদমান ইসলাম।
তবে একাদশে থাকছেন না তাসকিন আহমেদ। চোটের কারণে তারকা এই পেসার ফিরে এসেছেন দেশে। তার সাথে ফিরেছেন চোটের কারণে প্রথম টেস্টেও খেলতে না পারা তরুণ পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ এই ম্যাচেও তিন পেসার নিয়ে খেললে এবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদের সাথে সুযোগ মিলতে পারে সিলেটের আরেক পেসার আবু জায়েদ চৌধুরী রাহীর। তবে সম্ভাবনা আছে স্পিনার তাইজুল ইসলামেরও।
জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন