নিরবের সঙ্গে মাহি

জিবিনিউজ 24 ডেস্ক//

ক্যারিয়ারে এক দশক পার করলেও একসঙ্গে কাজ করেননি চিত্রনায়ক নিরব এবং নায়িকা মাহি। এবার প্রথমবারের মতো বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধলেন তারা। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন অনন্য মামুন।

নিরব বলেন, একটি ফ্যাশন হাউজের বিশাল আউটলেটের জন্য বিজ্ঞাপনচিত্রটি বানানো হচ্ছে। ২২ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটি রয়েছে যমুনা ফিউচার পার্কে। আমরা গত দুইদিন শুটিং করেছি যমুনা ফিউচার পার্কে।

 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ফিল্ম ভ্যালিতে শুটিং হচ্ছে। এই বিজ্ঞাপনে আমাদের সঙ্গে আরও আছেন রোজি সিদ্দিকী, মনিরা মিঠুসহ প্রায় দেড়’শ মানুষ।

প্রথমবারের মাহির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নিরব বলেন, সহশিল্পী হিসেবে মাহি চমৎকার। আনন্দের সঙ্গে কাজটি করছি আমরা। তাছাড়া বিজ্ঞাপনটির অ্যারেঞ্জমেন্ট অনেক বড়। সবমিলে দারুণ একটা কাজ হচ্ছে।

গত বছরের ১৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন মাহিয়া মাহি। এরপর থেকে তিনি শোবিজের কাজে সময় কম দিচ্ছেন। নতুন কোনো সিনেমায় যুক্ত হচ্ছেন না। আগে চুক্তিবদ্ধ হওয়া প্রজেক্টগুলো শেষ করেছেন। মাহি নিজেই জানিয়েছেন, ধীরে ধীরে সিনেমার কাজ কমিয়ে দেবেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন