কক্সবাজারের এসপি মাসুদ বরের বেশে বিদায় নিলেন

বিশেষ প্রতিনিধি :অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় নানা কারণে আলোচিত-সমালোচিত কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে বরের বেশে বিদায় দিয়েছেন তার সহকর্মীরা।    অবসরের যাওয়ার আদলে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের ব্যান্ড পার্টিসহ নানা ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে বিদায় জানানো হয়। এ সময় পুলিশ লাইনস থেকে তার গাড়িকে ফুলসজ্জিত রশি বেঁধে নিয়ে আসা হয়।    বিদায়ী এসপি মাসুদ হোসেন রাজশাহী জেলায় পদায়ন পেয়েছেন।    বিদায়কালে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় তাদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।    ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনকে এবং এর কয়েক দিন পর অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।    অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাশ এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেফতার করা হয়। এরপর সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করা হয়। তবে সেই আবেদন আদালত খারিজ করে দেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন