মৌলভীবাজারের রাজনগরে স্কুলছাত্রীর আত্মহত্যা

জিবি নিউজ ।।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গলায় ফাঁস দিয়ে সিমলা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার উপজেলার প্রত্যন্ত সুপ্রাকান্দি গ্রামে এই ঘটনা। ঘটনার পর মেয়েটির রিডিং রুম থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

নিহত সিমলা আক্তার উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের আওলাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সিমলার কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। পাশে ফতেপুর ইউনিয়নের জোড়াপুর গ্রামে নানার বাড়িতে থেকে তিনি লেখাপড়া করতো। মাসখানেক আগে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। সেখান থেকে তাকে বিদ্যালয়ে আনা-নেয়ার জন্য ফতেপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী নামে এক সিএনজি অটোরিকশা চালককে ভাড়ায় রাখা হয়।
সম্প্রতি ওই অটোরিকশা চালক ও সিমলার সম্পর্ক নিয়ে এলাকার মানুষের মুখে নানা কথা ছড়িয়ে পড়ে। গতকাল দুপুরে নিজ বাড়িতে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। স্বজনরা সিমলাকে উদ্ধার মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে ঘটনার পর পরিবারের সদস্যরা পড়ার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করেন যেটায় তার মৃত্যুর কারণ ব্যাখা করেছে সিমলা।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন