বিশেষ প্রতিনিধি || আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তৈরিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌদি আরবের প্রিন্স তুরকি আল ফয়সাল। ২৩ সেপ্টেম্বর বুধবার যুক্তরাষ্ট্রের সিএনবিএস চ্যানেলকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তুরকি বিন আল ফয়সাল বিন আবদুল আজিজ বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ইস্যুতে ট্রাম্প সৎ ছিলেন না। সাক্ষাৎকারে তুরকি আরো বলেন, ফিলিস্তিনের কোনো সমাধান না করে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইন এ চুক্তি স্বাক্ষর করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সৎ মধ্যস্থতাকারী নন। এই চুক্তির ফলে আমার বাবা মরহুম বাদশাহও আশাহত হয়েছেন। ১৯৭৩ সালের রমজান মাসে ইসরায়েলকে সহায়তা করায় (বাদশাহ ফয়সাল) যুক্তরাষ্ট্রের ওপর তেল নিষেধাজ্ঞা আরোপ করেন। যাতে আরব ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্র একজন সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। ফিলিস্তিন বিষয়ে সৌদির ভূমিকা বিষয়ে তুরকি বলেন, সৌদি আরব এখনো আরব পিস ইনিশিয়েটিভ এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে প্রতিশ্রতিবদ্ধ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন