জিবিনিউজ 24 ডেস্ক//
রণবীর সিং অভিনীত '৮৩' ছবিটি আশা জাগিয়েও ফ্লপের থাতায় নাম লিখিয়েছিল। ১৩ মে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা 'জয়েসভাই জোরদার'। এ ছবিটি নিয়ে বেশ আশাবাদী তিনি।
ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে 'জয়েসভাই জোরদার' এর টিজার। সবাই আশা করছেন, রণবীরের নতুন ছবি ভালো ফল নিয়ে আসবে বক্স অফিসে। ভক্তদের মতো রণবীর নিজেও এমনটা মনে করেন। তার দেওয়া বক্তব্যেই উঠে আসে সেই প্রমাণ।
সম্প্রতি ‘ফেমিনা বিউটিফুল ইন্ডিয়ান্স’র মঞ্চে হাজির হয়েছিলেন রণবীর। তিনি বলেন, এটা এমন ছবি, যা সবাইকে কাঁদিয়ে ছাড়বে, তা না হলে টাকা ফেরত দেব।
‘ব্যান্ড বাজা বারাত’ এর পরিচালক মণীশ শর্মার সঙ্গে আবার কাজ করলেন রণবীর। ‘অর্জুন রেড্ডি’ খ্যাত শালিনী পাণ্ডেকেও দেখা যাবে এ সিনেমায়।
এছাড়া বোমান ইরানি, রত্না পাঠক শাহর মতো তারকারাও থাকছেন এই সিনেমায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন