সংকট সমাধানে ৩ বিলিয়ন ডলার চায় শ্রীলঙ্কা

জিবিনিউজ 24 ডেস্ক//

সংকট সমাধানে জরুরিভাবে শ্রীলঙ্কার ৩ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলি সাবরি।

আজ শনিবার (৯ এপ্রিল) রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী।

 

আলি সাবরি বলেন, আগামি ৬ মাসের মধ্যে এই অর্থ পেলে তা শ্রীলঙ্কায় তেল ও ওষুধের মতো প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করবে। ২ কোটি ২০ লাখ মানুষের দেশটিতে চলছে ইতিহাসের সবথেকে ভয়াবহ অর্থনৈতিক সংকট। রিজার্ভে সামান্য অর্থ থাকায় প্রয়োজনীয় পণ্যের আমদানি বন্ধ রয়েছে দেশটিতে। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার খরচ। এ নিয়ে প্রচন্ড চাপে রয়েছেন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে।

তিনি বলেন, এটি একটি বিপজ্জনক কাজ। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে এ মাসে যে বৈঠক হচ্ছে তাতে তিন বিলিয়ন ডলার চাইবে শ্রীলঙ্কা। এছাড়া তেল বাবদ ভারতের থেকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে দেশটি। এতে প্রায় ৫ সপ্তাহের চাহিদা মিটবে শ্রীলঙ্কার। পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক এবং চীন, যুক্তরাষ্ট্র, বৃটেন ও আরব দেশগুলোর কাছেও অর্থ চাইবে দেশটি। আলি সাবরি বলেন, আমরা জানি আমরা কোথায় আছি। আমরা লড়ে যাব।

মার্চ মাসের শেষে শ্রীলঙ্কার ফরেন রিজার্ভ ছিল মাত্র ১.৯৩ বিলিয়ন ডলারের। অর্থমন্ত্রী বলেন, সংকট সমাধানে এখন ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি করতে যাচ্ছে শ্রীলঙ্কা। এছাড়া বাড়বে তেলের দামও। এগুলো অনেক অজনপ্রিয় পদক্ষেপ হলেও শ্রীলঙ্কাকে বাঁচাতে এর বিকল্প নেই।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন