হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে লেবার পার্টির কাউন্সিলার প্রার্থী আমিনা আলী

জিবিনিউজ 24 ডেস্ক//

বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মর্যাদাপূর্ণ হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে লেবার পার্টি থেকে কাউন্সিলার প্রার্থী হয়েছেন কমিউনিটি সংগঠক আমিনা আলী। তাঁর সাথে লেবার পার্টি থেকে মনোনীত অপর দুই প্রার্থী হলেন ফারুক আহমেদ ও শাহ সোহেল আমিন। আগামী ৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় কাউন্সিল নির্বাচনে ভোটারগণ এই ওয়ার্ড থেকে তিনজন কাউন্সিলারকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন।
ব্রিটেনে বয়োবৃদ্ধ অধিবাসীদের কল্যাণে প্রতিষ্ঠিত একটি চ্যারিটি অর্গানাইজেশনের ইস্ট লন্ডন শাখার এডভাইজার হিসেবে পূর্ব লন্ডনের বয়স্ক অধিবাসীদের নিয়ে কাজ করছেন আমিনা আলী। এর আগে তিনি বেনিফিট এডভাইজার ও মেন্টাল হেলথ চ্যারিটি অর্গানাইজেশনে কাজ করেছেন।

কাউন্সিলার প্রার্থী আমিনা আলী বেড়ে উঠেছেন যুক্তরাজ্যে। ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী আমিনা তাঁর বাবা বিলেতে মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম মনোওর আলীর আগ্রহে সিলেট ল’ কলেজ থেকেও আইন বিষয়ে অধ্যয়ণ সম্পন্ন করেন।
কলেজ জীবন থেকে লেবার পার্টির সাথে যুক্ত আমিনা আলী বাংলাদেশেও ছাত্র রাজনীতি করেছেন। ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি।
বিলেতের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আমিনা আলী করোনা মহামারিকালে কমিউনিটির কল্যাণে কাজ করে পেয়েছেন কোভিড হিরো সম্মাননা।
টানা বিশ বছর ধরে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা আমিনা আলী স্থানীয় একটি স্কুলের প্যারেন্ট গভর্নর, বিলেতে বাংলা সংস্কৃতির বিকাশে একটি স্কুলের পরিচালনা পর্ষদের সাথেও যুক্ত রয়েছেন।
দুই কন্যার মা আমিনা আলীর স্বামী লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিস্ট্যান্ট সেক্রেটারি সাঈম চৌধুরী কাজ করছেন এটিএন বাংলা ইউকের বার্তা প্রধান হিসেবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন