পোশাক শ্রমিকদের ছুটি শুরু ২৭ এপ্রিল

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৭ এপ্রিল থেকে গার্মেন্টসে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চাঁদ দেখাসাপেক্ষে এবারের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ২ বা ৩ মে।

রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কর্মপন্থা গ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশ বৈঠকে যুক্ত ছিল।

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ’র মাধ্যমে আমাদের জানানো হয়েছে, ২৭ এপ্রিল থেকে তারা পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে। যাতে অতিরিক্ত চাপ রাস্তা ও নৌপথে তৈরি না হয় তা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, যে ফেরিগুলো ডকইয়ার্ডে আছে, মেরামতের জন্য এগুলো দ্রুত ঠিক করে ঈদের যানবাহন পরিবহনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তারা আমাদের নিশ্চিত করেছে এবার ৫১টি ফেরির সেবা বিভিন্ন নৌরুটে দিতে পারব।

এবারের নদীপথে যাত্রায় লঞ্চের টিকিট পেতে বাধ্যতামূলকভাবে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি জমা দিতে হবে সেটিও জানানো হয়। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্ম নিবন্ধন দিতে হবে বলে জানান নৌপ্রতিমন্ত্রী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন