মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে সামাজিক নেতাদের অংশ গ্রহনে এবং পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় সামাজিক জবাবদিহিতা টুলস বিষয়ক ভ্যর্চুয়াল প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৯ এপ্রিল) শনিবার বিকেলে জেলা পলিসি ফোরামের আয়োজনে ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে ভ্যর্চুয়াল প্রশিক্ষনের উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পি,ফর ডি প্রকল্পের টিম লীডার আরসেন ষ্ট্রিপেন।
প্রশিক্ষনে ফ্যাসিলেটর ছিলেন মন্ত্রি পরিষদ বিভাগের যুগ্ন সচিব ও প্রকল্প পরিচালক পি,ফর ডি,মোছাম্মত আয়েশা আক্তার, মন্ত্রি পরিষদ বিভাগের উপ সচিব ও উপ প্রকল্প পরিচালক পি,ফর ডি,মো: মোখলেছুর রহমান।
প্রশিক্ষন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পি,ফর ডি প্রকল্পের সিভিল সোসাইটি কো-অডিনেট মোফাক্কান মোর্শেদ চৌধুরী,সিলেট বিভাগীয় কো-অডিনেটর আলমগীর মিয়া, ডিস্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী প্রমুখ। ভ্যর্চুয়াল প্রশিক্ষনে জেলার ৩০জন সামাজিক নেতারা অংশ গ্রহন করেন।
সিটিজেনস চার্টার,তথ্য অধিকার আইন,জাতীয় শোদ্ধাচার কৌশল,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি,উদ্ভাবন চর্চা,ই-গর্ভন্যান্স, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন