জিবিনিউজ 24 ডেস্ক//
ধর্মের পথে পুরোপুরি মনোনিবেশ করার জন্য অভিনয় ছেড়ে দিলেন মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। এর আগে মডেল ও অভিনেত্রী সুজানা জাফর এবং অ্যানি খান ধর্মের কারণে অভিনয় ছেড়েছিলেন।
ক্যারিয়ারের বৃহস্পতি যখন তুঙ্গে, হঠাৎ করে বিয়ের পিঁড়িতে বসেন ঈশিকা। বিয়ের পরেই অনেকটা অভিনয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। এখন স্বামী-সংসার নিয়েই ব্যস্ত ঈশিকা। গত বছরের শেষভাগে নিয়মিত হিজাবও পরা শুরু করেন এ অভিনেত্রী।
সম্প্রতি ঈশিকা গণমাধ্যমকে বলেন, আমি অভিনয়ে আর নিয়মিত হতে পারছি না। সে সময়টা এখন আর নেই। একেবারেই মিডিয়া ছেড়ে দিয়েছি। নিয়মিত ধর্ম-কর্ম পালনের চেষ্টা করছি। এদিকে বাচ্চারা বড় হচ্ছে, পড়াশোনা শুরু করছে। তাদেরকে ভালোভাবে মানুষ করতে হবে। বাচ্চাদের সময় দেওয়া এখন আমার প্রধান কাজ।
অমিতাভ রেজার নির্দেশনায় ঈশিকা প্রথম ‘রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর বিয়ের আগ পর্যন্ত উপস্থাপনা ও অভিনয়ে টানা কাজ করেছেন। ২০১৬ সালে বিয়ের পর স্বামীর ব্যবসাক্ষেত্র লন্ডনে থিতু হয়েছেন তিনি। তবে এরমধ্যেও কাজে দেখা গেছে তাকে। দেশে এসে মাঝে মধ্যেই বিভিন্ন নাটকের শুটিং করেছেন। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন