জিবিনিউজ 24 ডেস্ক//
বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৬১০ কোটি টাকা আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগে ফোশান গ্রুপের চেয়ারম্যান জিয়াউদ্দীন জামানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
জিয়ার প্রতারণায় অনেকেই সব হারিয়ে এখন প্রায় নিঃস্ব। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে বিপুল টাকা হাতিয়েছেন তিনি। তার নামে ১০টির বেশি মামলা হয়েছে । মামলা ও একাধিক ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের পর তার বিরুদ্ধে তদন্তে নামে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও একাধিক গোয়েন্দা সংস্থা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, ফোশান গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান খুলে শিল্পপতি বনে যান জিয়াউদ্দিন জামান। কোম্পানিটির চেয়ারম্যান তিনি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, এর অঙ্গপ্রতিষ্ঠান ২০টির বেশি। তবে এর অস্তিত্ব পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়ার গ্রামের বাড়ি তার। হাতে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি, চলতেন দামি ল্যান্ডক্রুজার গাড়িতে। রাজধানীর বনানীর ৪ নম্বর রোডে একটি ফ্ল্যাটে ছিলো তার আস্তানা। এছাড়া টাইলস ব্যবসার বিশেষজ্ঞ হিসেবে একাধিক টেলিভিশনে টকশোতে অংশ নিতেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন