ইউক্রেন অভিযানে সেনাদের দক্ষতার প্রশংসা রুশ প্রেসিডেন্টের

জিবিনিউজ 24 ডেস্ক//

ইউক্রেনে সামরিক অভিযানে সাহসিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করায় সেনাদের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাশিয়ার মহাকাশচারী দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। খবর রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

 

পুতিন জানান, রাশিয়ার সুরক্ষা নিশ্চিত করার জন্য ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কোনও বিকল্প ছিল না। সেনাবাহিনী লক্ষ্য অর্জন করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মূল উদ্দেশ্য হলো ডনবাসের জনগণকে সহযোগিতা করা।

ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর সময় পুতিন বলেছিলেন, রাশিয়ার আক্রমণের লক্ষ্য হলো ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করা। কিন্তু মার্চের শেষ দিকে সামরিক লক্ষ্য পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। এখন রাশিয়া বলছে ইউক্রেনে তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য হলো ‘ডনবাসকে মুক্ত করা’।

তিনি বারবার ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষীদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ করে আসছেন। রুশ আক্রমণের ন্যায্যতা প্রতিষ্ঠায় এই অভিযোগকে কাজে লাগাচ্ছেন। যদিও এমন অভিযোগের কোনও প্রমাণ হাজির করেননি পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই রাশিয়ার। মহাকাশে অবকাঠামো প্রকল্পে সহযোগিতা করবে রাশিয়া ও বেলারুশ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন