আগামী মাস থেকেই শাহজালালে চলবে রাতের ফ্লাইট

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

নির্ধারিত সময়ের আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের ফ্লাইট শুরু হচ্ছে। সংস্কার কাজের জন্য গত ১০ ডিসেম্বর থেকে আগামী ১০ জুন পর্যন্ত রাতের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। তবে কাজ শেষ হয়ে যাওয়ায় মে মাস থেকেই ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ মঙ্গলবার (১২ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন।

 

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক। রাতে ফ্লাইট বন্ধ রাখায় দিনে বিমানবন্দরে বাড়তি চাপ তৈরি হয়। এতে নানা রকম ভোগান্তি পড়েন যাত্রীরা।

ফ্লাইট চালুর বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে। জুনে শেষ হওয়ার কথা থাকলেও এক মাস আগে এপ্রিলে শেষ হচ্ছে। আমরা মে মাসের শুরুর দিকে আবার রাতের ফ্লাইট চালু করতে পারবো।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন