জিবিনিউজ 24 ডেস্ক//
ইউক্রেনের মারিওপোলে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার দেশকে জবাবদিহিতার মুখোমুখি করা হবে। মঙ্গলবার এমন সতর্কতাই দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস।
টুইট বার্তায় লিজ ট্রুস বলেন, ‘রিপোর্ট বলছে মারিওপোলে সাধারণ মানুষের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। বিষয়টির সত্যতা যাচাইয়ের আমরা জরুরি ভিত্তিতে কাজ করছি।’
এসময় তিনি হুমকি দিয়ে বলেন, ‘যদি এমন নির্মম অস্ত্রের ব্যবহার করা হয়, তবে আমরা পুতিন ও তার দেশকে জবাবদিহিতার মুখোমুখি করবো।’
এর আগে মারিওপোলের মেয়র জানিয়েছেন, ওই এলাকায় রাশিয়ার সেনা অভিযানে ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন