জিবিনিউজ 24 ডেস্ক//
দুর্নীতির অভিযোগে ফের বিচারের মুখোমুখি হচ্ছেন ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফার) সাবেক সভাপতি জেপ ব্লাটার ও ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফার) সাবেক প্রধান মিশেল প্লাতিনি।
মঙ্গলবার (১২ এপ্রিল) সুইজারল্যান্ডের আদালত জানিয়েছে, আগামী ৮ জুন তাদের উপর আনিত অভিযোগের বিষয়ে শুনানি শুরু হবে। আদালতে দোষী সাব্যস্ত হলে তাদের জেল বা জরিমানা হতে পারে।
সুইস প্রসিকিউটরদের অভিযোগ, ১৯৯৮ থেকে ২০০২ সালের উপদেষ্টা কাজের জন্য প্লাতিনি তার পরামর্শমূলক কার্যক্রম বন্ধ করার আট বছর পরে অর্থ চেয়ে আসছিল। ব্লাটারের সংশ্লিষ্টতায় ফিফা ২০১১ সালের শুরুতে প্লাতিনিকে বেআইনিভাবে ২০ লাখ ইউরো প্রদান করেছিলেন ১৯৯৮ সাল থেকে টানা ১৭ বছর ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার। গত নভেম্বরে তাদের অভিযুক্ত করা হয়।
ফিফার তদন্তে এ লেনদেনে উভয়ের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতা অপব্যবহার, অপরাধমূলক অব্যবস্থাপনা এবং একটি নথি জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে।
তবে কোনোরকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অবশ্য বরাবরই অস্বীকার করে এসেছেন একসময়ে বিশ্ব ফুটবলের প্রভাবশালী এই দুই কর্মকর্তা।
এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্যাপক দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ফিফার এথিক্স কমিটি। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকেই ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে তা কমিয়ে ছয় বছর করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন