মোহাম্মাদ সেলিম
আরব আমিরাত
বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ বুধবার (১৩ এপ্রিল) শারজা বারকোড রেস্টুরেন্ট হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিনী মিসেস আবিদা হোসেন। তিনি তার বক্তৃতায় বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী লেডিস ক্লাব সুন্দর একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে। বাংলাদেশি মেয়েরা সবাই এই লেডিস ক্লাবের ইফতার মাহফিলে যোগদান করেছে। এটা কিন্তু বিশাল পাওয়া। কারণ বাংলাদেশী হয়ে বিদেশের মাটিতে কেউ একা না। সবাই একসাথে সংঘবদ্ধভাবে আছি। ইউএইর পুরোটা জুড়ে বাংলাদেশিরা ছড়িয়ে আছে। আরব আমিরাতে বাংলাদেশী লেডিসরা একসাথে বাংলাদেশ লেডিস ক্লাব নামে একতাবদ্ধ হয়ে বিভিন্ন সামাজিক ও জাতীয় অনুষ্ঠানগুলো পালন করে । বড় আয়োজনে এত সুন্দর একটা প্রোগ্রাম তারা অরগানাইজ করেছে। আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশি মহিলারা এসেছেন। আরো সুন্দর আয়োজন তারা করুক। তিনি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এডমিন লিজা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেলের সহধর্মিনী মিসেস আবিদা হোসেন। বক্তব্য রাখেন এডমিন লাবণ্য আদিল, মডারেটর পারভীন জলি,মডারেটর নিশাত জাহান চৌধুরী নিশু, গ্রুপ এক্সপার্ট জাহিদা জাবিন, শারমিন রাখি, নওরীন রিম, তাকিয়া জাহান, নাজমা সুলতানা, সাথী আলি,ঈশিকা মাজহার, মোহসেনা তানিয়া,লিমা আকতার, প্রাণ গ্রুপের রুমা হাসান সহ আবুধাবি, দুবাই, সারজা, আজমান,রাস আল খাইমা থেকে আগত লেডিস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন