জিবিনিউজ 24 ডেস্ক//
ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করা কিছু মানুষকে রুয়ান্ডা পাঠিয়ে দেয়া হবে। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটিশ জনগণের সহানুভূতি অসীম হলেও মানুষকে সহায়তা দেয়ার ক্ষমতা অসীম নয়। প্রধানমন্ত্রী বলেছেন, অবৈধভাবে ব্রিটেনে আসা যেসব লোককে ব্রিটেনে রাখা সম্ভব হবেনা, তাদেরকে পাঠিয়ে দেয়া হবে চার হাজার মাইল দূরে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায়। ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করার প্রবণতাকে বাধাগ্রস্ত করতে ব্রিটিশ সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। তবে সমালোচকেরা সরকারের এই উদ্যোগকে ‘নিষ্ঠুর’ হিসেবে বর্ণনা করেছেন।
বৃহস্পতিবার সকালেও ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা আসেন ব্রিটেনে। তাদেরকে উদ্ধার করে আনেন ব্রিটিশ উদ্ধারকারী দল। বিপদজনক এই যাত্রা নিয়ন্ত্রণ করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে সরকার। ব্রিটিশ সরকারের মন্ত্রীরা এখন এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন ৪ হাজার মাইল দূরের দেশ রুয়ান্ডায়। বৃহস্পতিবার রুয়ান্ডা সফরে যান হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল। ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশকারী অনেককে ব্রিটিশ সরকার এই দেশে পাঠাতে চায়। মূলত একা থাকা পুরুষদেরকে সেখানে পাঠানো হবে। এখানেই তাঁরা রাজনৈতিক আশ্রয় চেয়ে কাজও করতে পারবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন