খাবার সরবরাহকারীকে রাস্তায় জুতা দিয়ে মারলেন এক নারী, ভিডিও ভাইরাল

জিবিনিউজ 24 ডেস্ক//

বাইকে ধাক্কা লাগার কারণে খাবার সরবরাহকারী এক কর্মীকে রাস্তায় জুতা দিয়ে পিটিয়েছেন এক নারী। ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের রাসেল চক এলাকায় ঘটনাটি ঘটেছে।

ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যায়, ভরা রাস্তায় খাবার সরবরাহকারী এক কর্মীর গালে, মুখে, পিঠে জুতা দিয়ে একের পর এক আঘাত করছেন এক নারী।

বিজ্ঞাপন

 

 

একবার করে ওই কর্মীর দিকে এগিয়ে যাচ্ছেন, আর তার পরই জুতা দিয়ে মারছেন। পথচলতি মানুষ ওই নারীকে থামানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও ক্ষান্ত হননি। ওই কর্মীকে বেশ কয়েকবার লাথি মারতেও দেখা যায়।

ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভুল রাস্তা ধরে বাইক চালিয়ে আসছিলেন ওই কর্মী। অভিযোগ উঠেছে, সেই সময় নারীর স্কুটারে ধাক্কা মারেন তিনি। আর সেই ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই নারী।

রাস্তায় পড়ে যেতেই নারীর সব আক্রোশ গিয়ে পড়ে ওই কর্মীর ওপর। সবার সামনেই জুতো দিয়ে গালে, মুখে-পিঠে মারতে থাকেন। বেশ কয়েকবার জুতা দিয়ে পেটানোর পরেও নারীর রাগ কমেনি। ওই কর্মীকে বার কয়েক লাথিও মারেন।

এক প্রত্যক্ষদর্শীর যদিও দাবি, রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন ওই নারী। তখনই এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মারধরের একটি ভিডিও তাদের হাতে এসে পৌঁছেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেননি কেউ। সেই নারী কোথায় থাকেন তা-ও চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হলে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন