বাবা শাহবাজ প্রধানমন্ত্রী, ছেলে হামজা মুখ্যমন্ত্রী

জিবিনিউজ 24 ডেস্ক//

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন হামজা শাহবাজ শরিফ। তিনি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে।

পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটাভুটিতে আজ সোমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন হামজা শরিফ। তিনি পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা।

 

এর আগে প্রাদেশিক পরিষদের অধিবেশনে পিএমএল-এন ও দলের জোটসঙ্গী দলের সদস্যদের সঙ্গে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের (পিটিআই) সদস্যদের ব্যাপক হট্টগোল হয়। এ ঘটনায় পিটিআইয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারির ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট বর্জন করেন পিটিআই।  

 

হামজা শরিফ ছিলেন ইমরানবিরোধী জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী। তিনি ১৯৭ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। পিটিআইয়ের মুখ্যমন্ত্রী প্রার্থী ছিলেন প্রাদেশিক স্পিকার পারভেজ এলাহী।  

হামজা শরিফ পাকিস্তানের শরিফ পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন। এর আগে তাঁর বাবা ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তিন দফায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। তারও আগে শাহবাজের বড় ভাই ও পিএমএলের (এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নওয়াজ শরিফ পাকিস্তানের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীও।  

আজ সকাল সাড়ে ১১টায় প্রাদেশিক পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেরিতে অধিবেশন শুরু হয়। পরে অধিবেশনস্থলে পিটিআই ও পিএমএলের (এন) পক্ষের সদস্যদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি ও হট্টগোল হয়।
শেষ পর্যন্ত ডেপুটি স্পিকারের সভাপতিত্বে মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন