করোনাভাইরাস নিয়ে ডব্লিউএইচও'র সতর্কবার্তা

জিবিনিউজ 24 ডেস্ক//

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই অদৃশ্য ভাইরাস। এর কারণে নানাভাবে ভুক্তোভোগী কোটি কোটি মানুষ। দুই বছরের বেশি সময় ধরে চলা মহামারির দৌরাত্ম্য ধীরে ধীরে কমছে। তবে এমন অবস্থায় করোনাভাইরাস আবারও ভয়ংকর রূপ নিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়াসুস বলেন, 'আমরা এখন করোনা মহামারীর মধ্যবর্তী সময়ে রয়েছি। করোনাভাইরাস এখনও যথেষ্ট ঘাতক।'

 

করোনা মহামারী প্রসঙ্গে তার মন্তব্য, 'এখনই আমাদের সুরক্ষা কমিয়ে দেওয়া বা অসতর্ক হওয়া উচি নয়। এই বিষয়টি অত্যন্ত জরুরি একটি পরামর্শ। এখনও করোনা অনেক বেশি সক্রিয়। এখনও মৃত্যুর হার অনেক বেশি। এছাড়াও অভাবনীয়ভাবে ভাইরাসের বিবর্তন হতে চলেছে।'

তিনি আরও বলেন, 'এই মুহূর্তে ভাইরাস নিয়ে অসতর্ক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নজরদারি কমানো চলবে না। টেস্ট করতে হবে এবং তা নথিভুক্ত করতে হবে। টিকাকরণের ক্ষেত্রে সামান্যতম অসতর্ক হলে চলবে না।'

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে করোনাভাইরাস আরও বেশি সংক্রামক হয়ে উঠেছে। যারা এখনও টিকা নেননি তাদের জন্য এই ভাইরাস আরও বেশি ভয়াবহ হতে পারে।'

গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৯২৪ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯৩ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন সাড়ে ৭ লাখের বেশি মানুষ। করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫০ কোটি ৪৩ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬২ লাখ ২১ হাজার ৯১০ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৫০ লাখ ৪ হাজারের বেশি মানুষ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন