ছাতকে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত

ছাতক থেকে সংবাদদাতা

ছাতকে পিকআপ ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুস শহিদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আব্দুস শহিদ উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত জবান আলীর ছেলে ও দূর্ঘটনা কবলিত পিকআপ চালক। মহাসড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত পিকআপ ও যাত্রীবাহি বাস জব্দ করেছে।

 

জয়কলস হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সোয়া ১০টার দিকে গোবিন্দগঞ্জ থেকে পিকআপ যোগে গরু নিয়ে জাউয়াবাজারে যাচ্ছিলেন গরু ব্যবসায়ী ও পিকআপ চালক আব্দুস শহিদ।

 

সাথে ছিলেন স্থানীয় শ্যামনগর গ্রামের মৃত মতই মিয়ার ছেলে গরু ব্যবসায়ী ছুনু মিয়াসহ তিন ব্যক্তি। গরু ভর্তি পিকআপ (ঢাকা মেট্রো-১৪-৪৩৮৪)টি সিলেট-সুনামগঞ্জ সড়কের বোকারভাঙ্গা নামকস্থানে পৌঁছা মাত্র সুনামগঞ্জ থেকে সিলেটের দ্রুতগামীর যাত্রীবাহি বাস (সিলেট-জ-১১-০৫১১) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালক আব্দুস শহিদ ও ছুনু মিয়া আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক চালক আব্দুস শহিদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত বাস ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসেন। দূর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

এদিকে, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় নিহত আব্দুস শহিদের লাশ গোবিন্দনগর জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পঞ্চায়েত কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।..

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন