এলডিপি'র ইফতার মাহফিলে হামলায় বাংলাদেশ ন্যাপ'র নিন্দা


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে সরকারদলীয় সমর্থক সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ বলেছেন, সরকারের সমর্থকরা আজ বেপরোয়া হয়ে উঠেছে। তাদের নিয়ন্ত্রন করতে ব্যর্থ হচ্ছে সরকারী দল। যার ফলে দেশের স্বাধীনতা যুদ্ধের বীর সোনানী, জাতীয় বীর কর্ণেল (অব.) ড. অলি আহমেদ বীরবিক্রমের ইফতার মাহফিলেও হামলা করতে কুণ্ঠিত হচ্ছে না।

রবিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ইফতার মাহফিলে আওয়ামী সন্ত্রাসীরা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের আরও একটি নগ্ন বহিঃপ্রকাশ।

নেতৃদ্বয় চট্টগ্রামের সাতকানিয়ায় এলডিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং আহত এলডিপি নেতার আশু সুস্থতা কামনা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন