জিবিনিউজ 24 ডেস্ক//
ঢালিউডে নতুন মুখকে জায়গা করে দেবার ক্ষেত্রে সুনাম আছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার। তবে ‘বারুদ’ সিনেমার নতুন নায়ক খুঁজতে ফেসবুকে জাজের দেওয়া 'ব্যতিক্রমী' এক বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
প্রার্থীর যে বৈশিষ্ট্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক সেটি হলো - ‘আগ্রহীকে হতে হবে কালো বা শ্যামলা, ফর্সা চলবে না’! এই লাইটটুকুকে ‘বর্ণবৈষম্য’র নতুন মাত্রা হিসেবে দেখছেন অনেকে।
‘বাংলার প্রথম নন-গ্ল্যামার হিরো’ উপহার দিতে চান বলেই এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে জাজ মাল্টিমিডিয়া থেকে।
তবে এতে বিতর্ক থামেনি। অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি কালো বা শ্যামলা মানেই ‘নন-গ্ল্যামার’?
কেউ কেউ জাজা মাল্টিমিডিয়ার উপর ক্ষোভ ঝেড়ে লিখছেন, মানুষ মাত্রই সুন্দর। গায়ের রঙ দিয়ে তা যাচাই করা অনুচিত। জাজের এই চিন্তাধারাবে জঘন্য হিসেবে আখ্যা দিচ্ছেন নেটিজেনদের কেউ কেউ।
কি রয়েছে জাজের সেই বিতর্কিত বিজ্ঞপ্তিতে?
রোববার (১৭ এপ্রিল) বিকালে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা বিজ্ঞপ্তিটি হলো -
আচ্ছা নায়ক মানেই কি সুন্দর চেহারার কেউ? তা কেনো হবে? আমরা সবাই তো আমাদের জীবনের নায়ক। আর আমরা সবাই কি লম্বা, ফর্সা, শ্যামলা, সুন্দর দেহের অধিকারী? না। আমাদের মাঝে অনেকেই লম্বা না, ফর্সা না, এমনকি চেহারাও ভালো না ।
জাজ এমনই এক নায়ক খুঁজছে, দেখতে সুন্দর হওয়ার বাধ্যবাধকতা নেই। জাজ প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ‘বারুদ’ সিনেমার জন্য এক নতুন মুখ খুঁজছি। কেমন নায়ক খুঁজছি তা নিম্নে দেওয়া হলো-
বয়স: ২০-২৫ বছর
উচ্চতা: ৫’৬”-৫’৯”
গায়ের রঙ: কালো বা শ্যামলা (ফর্সা চলবে না)
শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উচ্চ মাধ্যমিক
অভিনয়ে: অবশ্যই অভিনয়ে পারদর্শী হতে হবে।
‘বারুদ’ সিনেমার সম্পূর্ণ গল্প এই নায়কের ওপর ভিত্তি করে। সঙ্গে থাকবে দুই নায়িকা। একটি নতুন ও ব্যতিক্রমধর্মী গল্প ‘বারুদ’। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছে জাজ ক্রিয়েটিভ টিম।
আপনি যদি নিজেকে ভালো অভিনেতা মনে করেন এবং উপরের উল্লেখিত বর্ণনার মতো হন, তাহলে আবেদন করুন নিচের ইমেইল আইডিতে- [email protected]। আবেদনের সঙ্গে যা সংযুক্তি করবেন:
১। ৩ কপি ছবি
২। ফেসবুকের লিংক
৩। বয়স
৪। উচ্চতা
৫। গায়ের রঙ
৬। শিক্ষাগত যোগ্যতা
৭। ফোন নাম্বার
দেখা যাক, কে হবে বাংলার প্রথম নন-গ্ল্যামার হিরো!!!
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন