লন্ডনে বাংলাদেশী অধ্যুষিত হোয়াইটচ্যাপেল ক্রসরেইলের ভেতরের দৃশ্য কেমন

জিবিনিউজ 24 ডেস্ক//

পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হোয়াইটচ্যাপেলে টিউব স্টেশনের বাইরে বাংলায় লেখা স্টেশনের নাম উদ্বোধন করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠলো, নাম লেখা সাইনের বাতি জ্বলছে না। তাই বাংলায় লেখা নামও দৃশ্যমান হচ্ছে না।

কিন্তু স্টেশনের বাইরে বাতি না জ্বললেও ভেতরে অপেক্ষা করছে আলো ঝলমলে আধুনিক ডিজাইনে তৈরি ক্রসরেইলের প্রবেশ পথ এবং প্লাটফরম।

লন্ডনের যোগাযোগ ব্যবস্থার সর্বাধুনিক সংযোজন এলিজাবেথ লাইন। ক্রসরেল হিসেবে পরিচিত এই লাইন চালু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকী।

ক্রসরেইলের আর্কিটেক্ট জুলিয়ান রবিনসন। এলিজাবেথ লাইনের প্রত্যেকটি স্টেশনের প্লাটফর্মের ডিজাইন প্রায় একই রকম। তাই হোয়াইটচ্যাপেল স্টেশনের প্লাটফর্ম দেখলেই সকল স্টেশনের ভেতরের ডিজাইন দেখা হয়ে যাবে।

ভবিষ্যত এবং ক্রমবর্ধমান জনসংখ্যাকে মাথায় রেখে ক্রসরেইলের ডিজাইন করা হয়েছে। বিদ্যমান সাধারণ টিউব স্টেশনগুলোর তুলনায় ক্রসরেইলের স্টেশনের জন্য অনেক বেশী জায়গা রাখা হয়েছে।

হোয়াইটচ্যাপেল স্টেশনে ইতোমধ্যে টিউব এবং ওভারগ্রাউনডের ইন্টারচেঞ্জ রয়েছে। তার সাথে যুক্ত হতে যাচ্ছে ক্রসরেইল।

ক্রসরেইল উদ্বোধনের এখনও তারিখ নির্দিষ্ট হয়নি। দুটি তারিখ নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু দিন-তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ক্রসরেইলের প্রকল্প ব্যয় যেমন বেড়েছে, চালু হওয়ার সময়ও অনেক পিছিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত চালু হওয়ার জন্য মোটামুটি প্রস্তুত।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন