যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন বাংলাদেশি প্রবাসী কবি

মার্কিন যুক্তরাষ্ট্র  ||

বাংলাদেশী বংশদ্ভুত প্রবাসী আমেরিকান - বাংলাদেশী কবি শরীফুল আলমকে সামাজিক, সংস্কৃতি এবং বাংলা ও ইংরেজী সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করেছে আ্যলাইন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (এ এস এ এ এল)। গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চ-আলবানি, নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কবি শরীফুল আলম 

আ্যলাইন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (এ এস এ এ এল) প্রতিনিধিত্বকারী প্রধানত দক্ষিণ এশিয়ার দেশগুলি যেমন বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

অনুষ্ঠানে  উপস্হিত এশিয়া, আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন  মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চক শুমার, সিনেটর জেসিকা রামোস, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান চার্লস ডি. ফল, অ্যাসেম্বলিম্যান খলিল অ্যান্ডারসন, অ্যাসেম্বলি উইম্যান আমান্ডা সেপ্টিমো, অ্যাসেম্বলি উইম্যান ইউহ লাইন নাইউ, কাউন্সিল সদস্য লিন্ডা লি এবং মার্সিডিজ নার্সিস।

অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ করিম চৌধুরী, প্রফেসর মিজানুর রহমান এবং মিঠু আমিনুল ভূঁইয়ার উপস্হিতিতে প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দীন তার বক্তব্যে বলেন, আমেরিকায় দক্ষিণ এশীয়দের বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়নসহ কমিউনিটি এবং মূলধারার মধ্যে সেতুবন্ধপন কাজ করছে আ্যলাইন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার। 

উল্লেখ্য সামাজিক, সংস্কৃতি এবং বাংলা- ইংরেজী সাহিত্যে বিশেষ অবদানের জন্য ইতিপুর্বে মার্কিন নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত কবি শরীফুল আলমকে বিশেষ সম্মাননা দেয়  যুক্তরাষ্ট্রের হার্ডসন সিটির মেয়রের অফিস থেকে যেখানে  সিটি মেয়র রিক হেকটর এক চিঠিতে শরীফুল আলমের কাব্যপ্রতিভার ভূয়সী প্রশংসা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন