জিবিনিউজ 24 ডেস্ক//
ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ ইংল্যান্ডের স্থানীয় সময় সোমবার সকালে ইংল্যান্ডে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ব্রুনোর গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও শারীরিকভাবে সুস্থ আছেন এই ফুটবলার।
ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের মঙ্গলবার রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের আগে এমন দুর্ঘটনা খানিকটা শঙ্কা জাগলেও ম্যানইউ কোচ রাফ রাংনিক জানিয়েছেন, লিভারপুলের বিপক্ষে স্কোয়াডে থাকছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে ম্যানইউ। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই।
চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৯টি গোল করেছেন ব্রুনো,পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন ১৪টি গোল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন