রোনালদোর যমজ সন্তানের একজনের মৃত্যু

জিবিনিউজ 24 ডেস্ক//

সবকিছু ঠিকঠাক থাকলে আজ এই সময় ক্রিশ্চিয়ানো রোনালদো আর তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজের আনন্দে মেতে ওঠার কথা। তার ঘর আলো করে যে আজ আসার কথা জোড়া সন্তানের। কিন্তু সে আনন্দের সম্ভাবনা রূপ নিলো সন্তান হারানোর বেদনায়।

সে বেদনায় পোড়ার খবর আজ ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন পর্তুগিজ এই মহাতারকা। নবজাতক পুত্রসন্তানের মৃত্যুর খবর জানিয়ে কিছুটা সময় তাকে একান্তে থাকতে দিতেও বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।

 

এবার জোড়া সন্তানের বাবা হওয়ার কথা ছিল তার। জোড়া সন্তানের একজন পরপারে পাড়ি জমিয়েছে, তবে কন্যাসন্তান ঠিকই আলো করে এসেছে তার ঘরে, জানিয়েছেন রোনালদো।

পাঁচ বারের ব্যালন ডি'অর বিজয়ীর ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রামে রোনালদো-জর্জিনার পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তান মৃত্যুবরণ করেছে৷ বাবা মায়ের জন্য এর চেয়ে বড় ব্যথা আর কিছুই হতে পারে না।'

এরপর কন্যাসন্তানের জন্মের খবর জানিয়ে সে বিবৃতিতে বলা হয়, 'এই কঠিন মুহূর্তে আমাদের নবজাতক কন্যা সন্তান আমাদের বেঁচে থাকার শক্তি যোগাচ্ছে, আশা দেখাচ্ছে, কিছুটা আনন্দ দিচ্ছে। বিশেষ সেবা ও সমর্থনের জন্য আমরা ডাক্তার ও নার্সদেরকে ধন্যবাদ জানাই।'

কিছু সময় একান্তে থাকার আকুতি জানিয়ে তিনি বলেন, 'আমরা সবাই এই বিচ্ছেদের মুহূর্তে হতবিহ্বল। এই কঠিন মুহূর্তে আমরা কিছুটা সময় একান্তে কাটাতে চাই।'

সেখানে আরও যোগ করা হয়, 'ছেলে, তুমি আমাদের জন্য দেবদূত৷ আমরা তোমাকে সবসময় ভালোবেসে যাব।'

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন