জিবিনিউজ 24 ডেস্ক//
বাবার দেখানো পথ ধরে অভিনয়ে এলেন চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ। প্রথমবারের মতো একটি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।
শুদ্ধ অভিনীত প্রথম নাটক 'সুশীল ফ্যামেলি' লিখেছেন বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে। সম্প্রতি পুবাইলে নাটকটির নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, শুদ্ধ আমার একমাত্র পুত্র। ও ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। এছাড়া ও ৫ বছর বয়স থেকে গান শিখছে। 'কয়েকদিন আগে শুদ্ধ ওর মায়ের সঙ্গে পূবাইলে আমার শুটিং দেখতে গিয়েছিল। শুটিং স্পটে গিয়ে হঠাৎ করেই অভিনয়ের অফার পায় সে। আমি ওর অভিনয় দেখে মুগ্ধ হয়েছি'
এর আগে, বাবা চঞ্চল চৌধুরীর সঙ্গে গান করেছিল শুদ্ধ এবং তা বেশ প্রশংসিত হয়েছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন