জিবিনিউজ 24 ডেস্ক//
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০২০ এপ্রিল ক্লাস শেষে বন্ধ হওয়ার কথা রয়েছে, ঢাকা কলেজে যেহেতু ক্লাসের পরিবেশ নেই; কাজেই আজ থেকেই সেখানে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। ঈদের ছুটিতে সবাই বাড়ি চলে যাবে। হলগুলো সব বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সংঘর্ষের ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা প্রায়ই দেখি ঢাকা কলেজের শিক্ষার্থী ও আশপাশের ব্যবসায়ীদের মধ্যে নানান বিষয়ে নানান রকম বাগবিতণ্ডা হয়। সেই বাগবিতণ্ডা অনেক সময় সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার বিষয়গুলো আমরা দেখছি। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ সকাল থেকে যদি (ঘটনাস্থলে) থাকতো তাহলে হয়তো (পরিস্থিতি) আরেকটু ভালো হতে পারতো। তবে তারাও চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে। আমি বলবো পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষকে একটু শান্ত হতে হবে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ছড়িয়ে দেওয়ার জন্য ফেসবুককে দায়ী করে ডা. দীপু মনি বলেন, সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানানভাবে উসকানি দিয়ে, বিভিন্ন রকম গুজব ছড়িয়ে পরিস্থিতিকে খারাপ করার একটা অপচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি গোষ্ঠী সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তবে এটি কোনো অবস্থায় সফল হবে না।এতে সজাগ রয়েছেন দেশের মানুষ এবং শিক্ষক সমাজও।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন