জিবিনিউজ 24 ডেস্ক//
কৃষকই দেশের প্রাণশক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষকদের সুখ-দুঃখে পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি।
বুধবার (২০ এপ্রিল) রাজধানীর খামারবাড়িতে কৃষকলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বর্গা চাষীদের জন্য বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে। ভর্তুকির টাকা সরাসরি পৌঁছে যাচ্ছে ১ কোটি কৃষকের একাউন্টে। ৪ দফায় কমানো হয়েছে সারের দাম। গবেষণায় জোর দেয়ায় কৃষি পণ্য উৎপাদনে এসেছে সাফল্য।
শেখ হাসিনা বলেন, দেশ যখন আর্থসামাজিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তখন কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছে এবং সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে।
প্রধানমন্ত্রী বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন নয়, ৭৫ এর পর ক্ষমতা দখলকারীরা লুটপাটে ব্যস্ত ছিল। সার-বিদ্যুতের জন্য প্রাণ দিতে হয় কৃষককে।
বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালের ১৯ এপ্রিল গঠিত হয় কৃষক লীগ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন