১২ গুণীজনকে সম্মাননা প্রদান করবে বাচসাস

জিবিনিউজ 24 ডেস্ক//

উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা, অভিনেতা-পরিচালক ও প্রযোজক আলমগীর, নির্মাতা ছটকু আহমেদসহ ১২ গুণীজনকে সম্মাননা প্রদান করবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। দেশের শিল্প - সংস্কৃতি ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হবে।

সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

সম্মাননা পাচ্ছেন- অভিনেতা, পরিচালক ও প্রযোজক আলমগীর, নির্মাতা ছটকু আহমেদ এবং চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান ও আসাদুজ্জামন নূর, কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা এবং গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

এছাড়াও সম্মাননা পাচ্ছেন- সাংবাদিক, গবেষক রফিকুজ্জামান, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শহিদুল হক খান এবং চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক অনুপম হায়াৎ।

বাচসাস সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, ‘এই আলোকিত মানুষদের সম্মান জানাতে পারাটা আমাদের সবার জন্য অবশ্যই আনন্দের ও গর্বের।’

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। বিশেষ অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সভাপতিত্ব করবেন বাচসাস সভাপতি ফালগুনী হামিদ। গুণীজন সম্মাননা অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বাচসাস এর বাৎসরিক ইফতার মাহফিল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন