পর্যটন জেলা মৌলভীবাজারে সারা ফেলেছে উবার

রোমানা আক্তার শ্রীমঙ্গল প্রতিনিধি ||

পর্যটন সমৃদ্ধ মৌলভীবাজার জেলায় শুরু হয়েছে স্মার্টফোন অ্যাপভিত্তিক উবার এর যাত্রা। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা যেমন কম খরচে যাতায়াত করতে সুবিধাভোগ করছেন, অন্যদিকে স্থানীয়রাও এর সুফলের আওতায় এসেছেন। আর উবারের সাথে যুক্ত হয়ে জেলার অনেক বেকার যুবক এখন নিজেদের মোটরসাইকেল কাজে লাগিয়ে বেকারত্ব দূর করে আয়ের পথ খুঁজে পেয়েছেন।

জেলার এক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চাইলে এখন আর সিএনজি অটোরিকশা ডাকাডাকি, ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের ঝামেলা নেই। সারাদেশের মতো উবার একইসঙ্গে সহজলভ্য, সাশ্রয়ী, আরামদায়ক ও ভাড়ার ক্ষেত্রে স্বচ্ছ সেবা দিয়ে তৈরি করেছে আস্থার জায়গা।

গত ১২ এপ্রিল ২০২২ মৌলভীবাজার জেলায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় অ্যাপভিত্তিক উবার। জেলার শাহ মোস্তফা রোডে উদ্বোধনী অনুষ্ঠানে উবারের মোটরসাইকেল চালকদের মাঝে হেলম্যাট ও টি শার্ট উপহার দেয়া হয়। ইতিমধ্যেই উবারের সাথে যুক্ত হয়েছেন ৫০ জনের বেশি মোটরবাইক চালক। শুধু মোটরসাইকেলই নয় উবার কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, দ্রুত সময়ের ভিতরে মৌলভীবাজার জেলায় উবারের সাথে সিএনজি, প্রাইভেট কার, মাইক্রোবাস যুক্ত হচ্ছে। মোটরসাইকেল এ প্রতিকিলোমিটার ভাড়া নির্ধারন করা হয়েছে ৭ টাকা। আর উবারের প্রমো ব্যবহার করলে থাকছে ২৯ শতাংশ কমিশন।

জেলার শ্রীমঙ্গলে ঢাকা থেকে ঘুরতে এসেছিলেন মিজানুর রব নামের এক পর্যটক। তিনি বলেন, ঢাকায় আমরা উবার ব্যবহার করে থাকি। এখানে এসে যখন উবারের সার্ভিস পেলাম বেশ ভালো লাগলো। সিএনজি চালকরা অনেক ভাড়া দাবি করেন, সেখানে অনেক কম খরচে রেল স্টেশন থেকে রিসোর্টে গিয়েছি। পরের দিন কয়েকটি পর্যটন স্পটে গিয়েছি উবার দিয়ে। স্থানীয় বাসিন্দা হৃদয় শুভ বলেন, দ্রুত সময়ে কোথাও যেতে হলে মোটরবাইক খুবই সহজ বাহন। আমাদের জেলায় উবার চালু হওয়ার পর থেকেই আমি বেশ কয়েকবার উবারে উঠেছি। সময় ও টাকা দুটোই সাশ্রয় হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন