সাফারি পার্কে সিংহ ‘সম্রাটে’র কামড়ে আহত সিংহীর মৃত্যু

জিবিনিউজ 24 ডেস্ক//

কক্সবাজার জেলার চকরিয়ার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পুরুষ সিংহ ‘সম্রাটে’র কামড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ পর্যন্ত মারা গেলো স্ত্রী সিংহ ‘নদী’।

শুক্রবার (২২ এপ্রিল) দিকে পার্কের বেস্টনীতে সিংহী নদী মারা যায়।

 

পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো: মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পার্কের স্ত্রী সিংহ নদী শুক্রবার ভোরে মারা যায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি সঙ্গনিরোধকালে (সেক্সুয়াল মিট) পুরুষ সিংহ সম্রাট কামড়ে দেয় নদীকে। এতে নদীর গলায় বড় চোট লাগে। এর পর থেকে গলার ক্ষতস্থান থেকে অনবরত পানি ঝরতে থাকে। এই অবস্থায় নদীর চিকিৎসায় দুটি মেডিক্যাল বোর্ড গঠনসহ বিশেষজ্ঞ একাধিক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা দেয়া হলেও বাঁচানো যায়নি নদীকে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন