দেশেই সবধরনের টিকা উৎপাদিত হবে: স্বাস্থ্যমন্ত্রী

জিবিনিউজ 24 ডেস্ক//

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা টিকা উৎপাদনে আমরা সফল হয়েছি। এখন শুধু করোনা না, সব টিকাই দেশে উৎপাদনের ব্যবস্থা হবে।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শনে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

মন্ত্রী বলেন, প্রতি বছরই করোনা টিকা নেয়া লাগবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি।

ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব দমনের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম দফায় রাজধানীর পাঁচটি এলাকায় কলেরার টিকা দেয়া হবে। এরপরই বিস্তৃতভাবে কলেরার টিকা দেয়া হবে।

তিনি সবাইকেই টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন