২৪ ঘণ্টায় বিশ্বে ২ হাজারের বেশি প্রাণহানি

জিবিনিউজ 24 ডেস্ক//

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই অদৃশ্য ভাইরাস। এর কারণে নানাভাবে ভুক্তোভোগী কোটি কোটি মানুষ। দুই বছরের বেশি সময় ধরে চলা মহামারির দৌরাত্ম্য ধীরে ধীরে কমছে। গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৬৭ হাজার ৮৪৪ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৪৮৫ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ লাখের বেশি মানুষ। করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫০ কোটি ৮৪ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৩৯ হাজার ১৪ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৮ লাখ ২৫ হাজারের বেশি মানুষ।

 

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৫৩ হাজার ৯০৭ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ২৬ লাখ ২২ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ২৮৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৮ হাজার ১১৯ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ৪৯৯ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২২ হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩ লাখ ৩৮ হাজার ৬৯৭ জনের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৬১৮ জনের।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। এমন অবস্থার পর করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে ফের আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বিশ্ব।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন