জিবিনিউজ 24 ডেস্ক//
কক্সবাজার সদরের খুরুশকুলে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গোলাগুলিতে কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শুক্রবার দুপুরে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুলিয়াপাড়ার ফারুকের সঙ্গে রাশেদের দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে জুমার নামাজের পর দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। একপর্যায়ে গোলাগুলি শুরু করেন তারা। এতে ১৫ জন পথচারী গুলিবিদ্ধ হন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আশিকুর রহমান জানান, ১৫ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুরুশকুল ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী বলেন, ‘জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষ গোলাগুলি করেছে। গুলিতে পথচারীসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, ‘উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন