মৌলভীবাজারে বাংলাদেশ প্রেসক্লাব এর সাংবাদিকতার প্রশিক্ষণ,সনদ বিতরণ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সারাদিন ব্যাপী কর্মসূচী সম্পন্ন হয়েছে।

(২৩ এপ্রিল) শনিবার মৌলভীবাজার রেস্ট ইন রেস্টুরেন্টে সকাল ১১: ঘটিকা থেকে ফোনে ফোনে রক্তদান, সাংবাদিকতার প্রশিক্ষণ শুরু হয়ে ১ম পর্ব বিকাল ০৩: ঘটিকা শেষ হয়।

৫০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।

বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাদ আহমেদের সঞ্চালনায়,সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতিসাংবাদিক এম.এ রুমান আহমদ ।

প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, ড. এডভোকেট আবু তাহের বিশিষ্ট লেখক ও গবেষক, ক্যানসার গবেষক অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার, সৈয়দ ফজলুল কবির। প্রথম পর্বের পাশাপাশি সারাদিন ব্যাপি ডিজিটাল পদ্ধতিতে মানবসেবায় একটি ব্যাতুক্রমী উদ্যোগ ফোনে ফোনে রক্তদান কর্মসূচি চলে। একশত জন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। ২য় অধিবেশনে শুরু হয় বিকাল ৩টা থেকে ইফতারের আগ পর্যন্ত। সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের নিয়ে উন্মুক্ত আলোচনা হয় আসরের নামাজের আগ পর্যন্ত। বিকাল ০৫: ঘটিকা থেকে আলোচনা সভা, সনদ বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মৌলভীবাজার, হবিগঞ্জ (সংরক্ষিত এমপি) মাননীয় সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, ক্যানসার গবেষক অধ্যক্ষ ডা: এসএম সরওয়ার সহ সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি, সৈয়দ ফজলুল কবির সহ সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি, ড.এডভোকেট আবু তাহের বিশিষ্ট লেখক ও গবেষক, বকসি ইকবাল আহমদ সভাপতি মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, তাজুদুর রহমান বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা, শেখ আব্দুল কাদের কাজল সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ, এম.এ হান্নান সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা, মোঃ বাবলু মিয়া, জাহাঙ্গীর মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন সকল জেলা ও উপজেলার সভাপতি, সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (প্রেস কাউন্সিল) এর সহযোগিতায় ৫০ জন সাংবাদিকদের হাতে ডিজিটাল সনদ বিতরণ ও শিশু সাংবাদিক মুবিন আহমদ এলিনকে পরিচয়পত্র দেওয়া হয়।  সহযোগিতায় রাজু ফাউন্ডেশন চেয়ারম্যান সুহেল আহমদ রাজু, উপদেষ্টা বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন