এবার শাহরুখের সঙ্গে সানিয়া

জিবিনিউজ 24 ডেস্ক//

‘দঙ্গল’ কন্যা সানিয়া মালহোত্রা এবার বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। অ্যাটলির নতুন সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধবেন তারা। ছবিটির সম্ভাব্য নাম ‘লায়ন’।

মিড ডে জানিয়েছে, বন্দুক নিয়ে অনুশীলনের খুব একটা সুযোগ পাচ্ছেন না সানিয়া। কারণ গুনিত মঙ্গার ছবি ‘কাথাল’ এর শুটিংয়ে ব্যস্ত তিনি। তাই মাত্র কয়েক ঘণ্টা বন্দুক হাতে অনুশীলন করেই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে তাকে। ছবিতে কিক, বক্সিং এবং ডিগবাজির মতো স্টান্ট আছে। অনুশীলন কম করলেও সানিয়ার তেমন অসুবিধা হয়নি, কারণ তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী।

 

শাহরুখ-সানিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন দক্ষিণি তারকা নয়নতারা, প্রিয়মণি এবং সুনীল গ্রোভার। কিং খানের ভক্তরা আপতত প্রহর গুনছেন ‘লায়ন’এর আনুষ্ঠানিক ঘোষণা কবে আসবে।

এই সিনেমাটি ছাড়াও সম্প্রতি ‘হিট দ্য ফার্স্ট কেস’ এর শুটিং শেষ করেছেন সানিয়া। এতে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এছাড়া ভিকি কৌশলের সঙ্গে স্যাম মানেকশরের জীবনীচিত্রে দেখা যাবে তাকে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন