বিশেষ প্রতিনিধি -এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ হয়েছে সিলেটে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এমসি কলেজের প্রধান ফটকের সামনে, সিলেট তামাবিল সড়ক অবরোধ করে, বিক্ষোভ করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কলেজ অধ্যক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা। এছাড়া ছাত্র অধিকার পরিষদ জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মিছিল করেছে। প্রসঙ্গত, স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ক্যাম্পাস রোডে শুক্রবার বিকেলে ঘুরতে যান স্বামী-স্ত্রী দুজন। এ সময় ৫-৬ জন তাদের তুলে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। এরপর স্বামীকে একটি কক্ষে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগির স্বামী বাদি হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেন। যেখানে আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, মাহফুজুর রহমান, শাহ মাহবুবুর রহমান মনি, অর্জুন শস্কর, বহিরাগত রবিউল ও তারেক। এছাড়াও অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন