কলাবাগান থানা ভবন দীর্ঘদিনের একটি প্রচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

জিবিনিউজ 24 ডেস্ক//

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা হবে কি না- এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা যদি আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হই তাহলে সবকিছু মুখ থুবড়ে পড়বে। কলাবাগান থানা ভবন দীর্ঘদিনের একটি প্রচেষ্টা। ভাড়া ভবনে থানা পরিচালনা হচ্ছে।’

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রসঙ্গ এনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সময়ে যেখানে খেলাধুলা করতাম সেই অবস্থাটা এখন আর নেই। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কষ্ট বোধ করি। মূল কারণ আমাদের নগরায়ন, আমাদের জায়গা কম।’

জেলা প্রশাসক জায়গাটিকে ‘খাসজমি’ হিসেবে চিহ্নিত করে কলাবাগান থানাকে বরাদ্দ দিয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘সব প্রক্রিয়া শেষে যখন ভবন নির্মাণ করতে যায় তখন খেলার মাঠের দাবিতে...। আমাদের মেয়র বলেছেন, এই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে। আমরা মনে করি খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক এবং খেলার মাঠ যেন থাকে সেজন্য আমরা মনে করি খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। মেয়রকে বলেছি, সবাইকে বলেছি বিকল্প একটা খোঁজার জন্য। এটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবো কী করা যায়।’

এ সময় মাঠটি রক্ষায় আন্দোলনকারী সৈয়দা রত্না ও তার ছেলেকে আটকের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘যতটুকু জেনেছি, তারা লাইভ ভিডিওতে এসে অনেক কিছু প্রচার করছিল, সেগুলো নাকি একটু অসঙ্গতিপূর্ণ। সেজন্য বারবার নিবৃত করার পরও আইনশৃঙ্খলা বাহিনী যখন থামাতে পারেনি, তখন তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।’

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘নিউমার্কেটে সংঘর্ষে দুটি হত্যার ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা মামলার গতিতে চলবে।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন