আমিরাতের বাংলাদেশের গর্বিত প্রতিষ্ঠান বিশ্ববিখ্যাত  আল হারামাইন গ্রুপের উদ্যোগে  ইফতার মাহফিল

মোহাম্দ সেলিম।আরব আমিরাত ।।

রবিবার (২৪ এপ্রিল) আমিরাতের আজমানে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় এবং কারখানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে  দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল, বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাস্ট্রদূত, আমিরাত সরকারের  উধ্বত্বন কর্মকর্তা ও ব্যবসায়ীসহ প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট ব্যক্তি ও তাঁদের পরিবারবর্গ,সকল  আমিরাতে অবস্হানরত সকল  প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধি বৃন্দসহ  প্রায় পাচ হাজার  সংখ্যক দেশী বিদেশী প্রবাসী উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে আল হারামাইনের কর্ণধার মাহাতাবুর রহমান নাসির সিআইপি ও আল হারাইমাইনের পরিচালক ডাঃ মুনীরা মাহতাব উপস্থিত অতিথিদের স্বাগত, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এবং সকলের প্রতি অনুষ্ঠানে  উপস্থিত হওয়াতে ধন্যবাদ জানান এবং মাহাতাব সাহেব বলেন গত দুই বছর মহামারী করুনার কারণে আমি সবাইকে নিয়ে ইচছে থাকা সত্ত্বেও এক সাথে ইফতার করতে পারিনি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া গাপন করে বলেন ভবিষ্যতে এমনি ভাবে সবাইকে নিয়ে এক সাথে ইফতার আয়োজন অবাহত থাকবে বলে আস্সাস দেন পরিশেষে আলহারামাইন গ্রুপের ফেমিলির জন্য এবং সকল স্টাফদের জন্য দোয়া 

 মোনাজাতের আহবান জানান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন