জিবিনিউজ 24 ডেস্ক//
ইউক্রেনের ক্রেমেনচুকের জ্বালানি উৎপাদনকারী তেল শোধনাগার ও বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো দাবি করেছে রাশিয়া।
সোমবার (২৫ এপ্রিল) এ দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র আইহগোর কোনাশেনকভ।
তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। দূর পাল্লার অস্ত্র দিয়ে ক্রেমেনচুকের জ্বালানি উৎপাদনকারী তেল শোধনাগার ধ্বংস করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৫৬টি ইউক্রেনীয় সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।
তবে এ বিষয়ে ইউক্রেন এখনও কোনও মন্তব্য করেনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন