টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক

জিবিনিউজ 24 ডেস্ক//

টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক চার হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নিচ্ছেন। টুইটারের পরিচালনা পর্ষদের অনুমোদন পেলেই লেনদেন চূড়ান্ত হয়ে যাবে। সোমবার রাতেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রতিটি শেয়ারের সম্ভাব্য দাম হতে পারে ৫৪ দশমিক ২০ ডলার।

রয়টার্স জানায়, ইলন মাস্ক তার নিজের অর্থ দিয়েই টুইটারের মালিকানা নেবেন।

 

এদিকে নিউ ইয়র্কে ট্রেডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টুইটারের শেয়ার ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে শেয়ার প্রতি ৫০ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে।

এর আগে ১৩ এপ্রিল টুইটার বোর্ডের কাছে লেখা এক চিঠিতে ইলন মাস্ক উল্লেখ করেন, টুইটারের অসাধারণ সম্ভাবনা রয়েছে। আমি তা উন্মুক্ত করতে চাই।

টুইটার চেয়ারম্যান ব্রেট টেলরকে পাঠানো চিঠিতে ইলন মাস্ক বলেন, আমি বিনিয়োগ করার পর বুঝতে পারছি, কোম্পানিটি তার বর্তমান অবস্থায় সমৃদ্ধি বা সামাজিক অপরিহার্যতায় পরিণত হবে না। টুইটারকে একটি প্রাইভেট কোম্পানি হিসেবে রূপান্তরিত করা দরকার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন