জিবিনিউজ 24 ডেস্ক//
কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণের প্রতিবাদে সৈয়দা রত্না ও তার ছেলেকে আটক করায় নিন্দা ও থানা ভবন নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে বেশ কয়েকটি সংগঠন।
সোমবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) উদীচী শিল্পীগোষ্ঠী, এএলআরডি, বেলা, আসক, ব্লাস্ট, নাগরিক উদ্যোগসহ বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণের সব কাজ দ্রুত বন্ধ করার দাবি জানান।
লিখিত বক্তব্যে মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, কলাবাগান থানা কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই সৈয়দা রত্না ও তার পুত্রকে ১৩ ঘণ্টা আটকে রাখে। এটি সংবিধান ও আইনের লঙ্ঘন ও বেআইনি।
এ সময় এলাকাবাসীকে হয়রানি না করা, মা ও ছেলেকে থানায় আটকে রাখার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি দেওয়ারও দাবি জানান তিনি।
খুশী কবির আরও বলেন, আমাদের স্পষ্ট দাবি হচ্ছে, তেঁতুলতলা মাঠটি উন্মুক্ত স্থান ও মাঠ হিসেবে রাখতে হবে। মাঠে থানা স্থাপনের চলমান সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। মাঠে শিশুরা খেলবে।
উল্লেখ্য, কলাবাগানের তেঁতুলতলা মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে ফেসবুকে লাইভ দেওয়ার সময় সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে রোববার (২৪ এপ্রিল) সকালে আটক করে পুলিশ। দীর্ঘ প্রায় ১৩ ঘণ্টা আটকে রাখার পর মুচলেকা দিয়ে রাতে তাদের ছেড়ে দেয়া হয়। এরপর বিভিন্ন মহল থেকে এর প্রতিবাদ জানানো হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন