মৌলভীবাজার প্রতিনিধি,
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ ইয়াছিনুল হক মহোদয়ের দিক নির্দেশনায় এসআই মোঃ সাব্বির আহসান, এসআই জিয়াউল ইসলাম, এসআই মোঃ কামাল উদ্দিন, এসআই মোঃ আলমগীর মিয়া ও অন্যান্য অফিসার ফোর্সসহ সদর থানা এলাকায় শুক্রবার ২৫শে সেপ্টেম্বর অভিযান পরিচালনা করিয়া পেশাদার মাদক ব্যবসায়ী ১। ইমরান মিয়া, পিতা- লং মিয়া, সাং- খুশালপুর, থানা ও জেলা- মৌলভীবাজার কে ২০০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায়ী ২। আব্দুল হান্নান (৩৬), পিতা- মকরম উল্যা, সাং- ভাঁদগাও, থানা ও জেলা- মৌলভীবাজার কে ২০ পিছ ইয়াবা সহ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারী পরোয়ানাভুক্ত জিআর-৩১২/১৯ এর আসামী মাহবুবুর রহমান রাজন (২৩), পিতা- আব্দুল হান্নান, সাং- ছড়ারপাড় (মাতারকাপন),থানা ও জেলা- মৌলভীবাজার এবং জিআর-১৬৭/১৫ এর পরোয়ানাভুক্ত আসামী আলী হোসেন, পিতা- আব্দুল্লাহ, সাং - আদর্শগ্রাম, কাগাবালা, থানা ও জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এসআই মোঃ সাব্বির আহসান সঙ্গিয় ফোর্সের সহায়তায় ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত জিআর-১৪/১৯ এর আসামী জুবায়ের মিয়া, পিতা- আফতাব উদ্দিন, সাং- হামরকোনা, থানা ও জেলা- মৌলভীবাজার এবং জিআর-১৯৩/১২ এর পরোয়ানাভুক্ত আসামী ড্রাইবার শিপন মিয়া, পিতা- আজির উদ্দিন, সাং- হামরকোনা, থানা ও জেলা- মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য যে, কোন অপরাধের তথ্য উপাত্ব সঠিক পাওয়া গেলে কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবেনা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন