জিবি নিউজ ।।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউ কে (DUAUK), ২৪শে এপ্রিল রোববার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক ইফতার সমাবেশের আয়োজন করে। এতে সংগঠনের সদস্যগন এবং তাদের অনেকের পরিবারবর্গ সহ কমিউনিটির কয়েকজন গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। টাওয়ার হ্যামলেটসের স্পীকার কাউন্সিলর আহবাব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই সমাবেশকে অলংকৃত করেছেন। অ্যালামনাইয়ের সভাপতি দেওয়ান গৌস সুলতান সবাইকে স্বাগত জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ইফতারের অব্যবহিত আগে দোয়া পরিচালনা করেন অ্যালামনাই সদস্য সলিসিটর ইমরান খান। তিনি উপস্থিত সকলের এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে আল্লার কাছে মোনাজাত করেন, যাতে উপস্থিত সবাই অংশ নেন। সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন এই ইফতার সমাবেশের ক্ষেত্রে স্বত:স্ফূর্ত সাড়া দেওয়ার জন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীর অপর একটি সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যকরী পরিষদের বেশ কয়েকজন সদস্য নিমন্ত্রিত অতিথি হিসেবে এই ইফতার সমাবেশে যোগদান করেন।
সভাপতি দেওয়ান গৌস সুলতান এই গ্রীষ্মে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের পক্ষ থেকে বৃহদাকারের একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা প্রদান করেছেন এবং এই ইফতার আয়োজনে যারা সময় ও পরিশ্রম দিয়ে নানাভাব সাহায্য-সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন